Posts

Showing posts from January, 2026

নামাজ শিক্ষা

সালাহ গাইড - প্রিমিয়াম এডিশন সহজ নামাজ শিক্ষা শুদ্ধভাবে নামাজ আদায়ের পূর্ণাঙ্গ ডিজিটাল গাইড ১. তকবীরে তাহরিমা ও নিয়ত নামাজের জন্য কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়ান। মনে মনে আপনি কোন ওয়াক্তের নামাজ পড়ছেন তার নিয়ত করুন। তারপর "আল্লাহু আকবার" বলে হাত বাঁধুন। সানা: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া লা ইলাহা গাইরুকা। ২. কিরাত (তিলাওয়াত) প্রথমে সূরা ফাতিহা পড়ুন এবং শেষে 'আমীন' বলুন। এরপর অন্য যেকোনো একটি সূরা বা অন্তত তিনটি ছোট আয়াত তিলাওয়াত করুন। ৩. রুকু ও কওমা "আল্লাহু আকবার" বলে রুকুতে যান। রুকু থেকে দাঁড়িয়ে "রাব্বানা লাকাল হামদ" বলুন। রুকুর তাসবীহ: সুব...